প্রেম করা মুখের কথা।
আপ্ত সুখের আশা থাকতে
হবে না তা।।
রাধার প্রেমে থেকে হরি
হইয়াছিল দণ্ডধারী
আসিয়া এই নদীয়াপুরী
বেহাল হইয়া মুড়ালেন মাথা।।
এক প্রেমিক সে কবীর ভক্ত
সদায় কৃষ্ণের দরশন পেত
লালন বলে, আমার সে ত
প্রেম করা কাম লোভী যথা।।————–
হারামণি, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৩৯৪
গানটিতে একটি স্তবক অনুপস্থিত।