আজব এক রসিক নাগর ভাসছে রসে।
হস্তপদ নাইকো রে তার, বেগে ধায় সে।
সেই রসের সরোবর
তিলে তিলে হয় মা তার
উজান ভেটেন কল কেবা তার
ঘুরায় বশে।
ডুবলে রে দেল-দরিয়ায়
সে রসের লীলা জানা যায়
মানব-জনম সফল হয়
তার পরশে।।
তার বামে কুলকুণ্ডলী
যোগমায়া যারে বলি
লালন কয়, তার স্মরণ নিলি
যায় স্বদেশে।।

————

লালন-গীতিকা, পৃ. ৮৯-৯০

<

Lalon Fakir ।। লালন ফকির