তিনি একটি বেল পাতাতে তুষ্ট
আবার মেদিনীকে কাঁপান তিনি যখনই হন রুষ্ট


তিনি হলেন রাজার রাজা ( তার ) ইচ্ছে করেই ভিখারী সাজা
তিনি যে শিব করেন বিনাশ অশিব এবং রুষ্ট
কুসুম কোমল হলেও তিনি বজ্র হতে জানেন


বোঝালেও বোঝেন তিনি সহজে সম্মানে
জটা দিয়ে গঙ্গা ঠেকান, দুঃখীকে যে দয়া দেখান
এই বিশ্বজগৎ বিশ্বনাথের করুণাতে তুষ্ট।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার