তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম্ শিবম্ সুন্দরম্
দুঃখের পৃথিবীটা তাদের
কাছে এক আনন্দ আশ্রম |


সেই মানুষই আসল মানুষ,
যার জীবন পরের তরে
রাজার মুকুট ছেড়ে হাসিমুখে,
সেতো কাঁটার মুকুট পরে ।।


ধূপ চিরদিনই গন্ধ বিলায়
নীরবে সে জ্বলে মরে
পরের সেবায় সে হাসিমুখে
নিজেকে ক্ষয় করে ।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার