আমি যে জলসাঘরে বেলোয়াড়ী ঝাড়,
নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর ।।


আমি যে আতর ওগো আতরদানে ভরা,
আমারই কাজ হলো যে গন্ধে খুশী করা,
কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার ।


হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে,
বুঝেও তবু বলতে পারি না যে,
আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার ।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার