আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।


তোমায় হেরি গো স্বপনে শয়নে
তাম্বুর রাঙ্গা বয়ানে,
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।


তুমি যে শিশির বিন্দু
মম কুমুদীর বক্ষে,
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।


তুমি অগণিত তারা গগনে
প্রাণবায়ু মম জীবনে,
তব নামে মম প্রেম মুরলী
পরাণের মাঝে বাজে।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার