শুধু একবার বলে যাও যদি তুমি চলে যাও,
কোন্ আশা বুকে নিয়ে থাকবো --
আমি স্বপ্নের কোন্ ছবি আঁকবো |
শুধু একবার বলে যাও---


একা একা বিরহের ও আঁধারে
কোন তারা আলো দেবে আমারে
হাসি দিয়ে কতো ব্যথা ঢাকবো,
শুধু একবার বলে যাও---


বালুচরে থেমে যাওয়া তরণী,
কোনখানে ভেসেছিল কোন্ তরী এসেছিল
লিখে যাব কত সেই স্মরণী,  
বালুচরে থেমে যাওয়া তরণী
এই মন স্বপ্ন যে বইবে,
এই কথা কেগো মোরে কইবে
এত সুর কোন্ গানে বাঁধবো,
শুধু একবার বলে যাও---

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়