লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী


জীবনটা আমি বলি উৎসব
একমুঠো জলসার কলরব
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
মায়াবতী মনে মোর এসো মায়াবিনী


উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার কোথাও থামার


ভাবনার ভীরু ঘর ফেলে তাই
আমি খেয়ালের রাজপথে ছুটে যাই
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
সোহাগিনী হয়ে এসো লীলা বিহারিণী

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়