যখন এমন হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি
কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়
আমি তো আছি ভুললি তা কি, মাগো সেকি তুমি, সেকি তুমি,


লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা
দিনরাত শুনে শুনে যখন সারাটা গায়ে, আগুন জ্বলে
কে যেন হঠাৎ বলে ---- সেকি তুমি--


যখন ভালোবাসা বহু পথ ঘুরে ঘুরে চলে যাই দূর থেকে দূরে
বন্ধুর দরজাতে যতো কিছু করাঘাত, যায় বিফলে
কে যেন হঠাৎ বলে--- সেকি তুমি, যখন এমন হয়

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়