যাবার আগে কিছু বলে গেলে না,
নীরবে শুধুই রইলে চেয়ে।
কিছু কি বলার ছিল না??


তখনো বসন্ত, শেষ চৈত্রের বেলা,
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা।
ওদের ঐ উচ্ছ্বাস এতোটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না??


এতো কি অভিমান, ভুল বোঝা বল কতো
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অতো?
কিসের অহংকারে এখনো আগের মত?
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না!!

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়