এই ফাগুনে ডাক দিলে কে ?
ও আমার স্বপ্ন --- আবেশে ভরা মন নিলো যে
আমার মন কে পরিয়ে মালা কাছে এলো যে
সোনা আলো হাসিতে, ফাল্গুনী বাঁশীতে ডাক দিল কে
আজ মালঞ্চে মোর বুঝি হয়েছে ভোর
আহা প্রাণের গোলাপে এত রঙ দিল কে ?
ও তার ভালোবাসার আমি রূপসী তাই মরি
আমায় দেখেছি আমি তারই দুই চোখে
এই ফাগুনে ডাক দিলে কে
- Details
- Pranab Roy ।। প্রণব রায়
- লিরিক্স
- Category: প্রণব রায়
- Read Time: 1 min
- Hits: 257