হৃদয় আমার সুন্দর তব পায়
বকুলের মতো ঝরিয়া মরিতে চায় ।।
মোর মনের কামনাগুলি
উঠে মণিহার হয়ে দুলি
সে মালা গোপনে তোমারে শুধু জড়ায় ।।
হৃদয় আমার সূর্যমুখীর মতো
মুখপানে তব চেয়ে রয় অবিরত ।
ভীরু ভালোবাসা মম
জ্বলে প্রদীপের শিখা সম
নিজেরে দহিয়া তব মুখ উজলায় ।।
হৃদয় আমার সুন্দর তব পায়
বকুলের মতো ঝরিয়া মরিতে চায় ।।
মোর মনের কামনাগুলি
উঠে মণিহার হয়ে দুলি
সে মালা গোপনে তোমারে শুধু জড়ায় ।।
হৃদয় আমার সূর্যমুখীর মতো
মুখপানে তব চেয়ে রয় অবিরত ।
ভীরু ভালোবাসা মম
জ্বলে প্রদীপের শিখা সম
নিজেরে দহিয়া তব মুখ উজলায় ।।