মাঝরাতে যখন ঘুম ভেংগে যায়
ভাবি শুধু তোমায়
জানালার পাশে আমি একা একা বসে
আমি ভাবি শুধু তোমার কথা।
ছায়াহীন রাত্রের আলোতে
আমি দেখি শুধু তোমার ছায়া

নিভিয়ে দাও না এই মোমবাতি
হয়ে যাও রাতের জ্যোতি
রাত্রির কাছে আমি দাবি করি
তোমার স্পর্শের অনূভুতি।

এই ক্লান্ত সময় কেটে যাবে এইভাবে
নিরবে কাছে টেনে নেবো তোমাকে

জানালার পাশে আমি একা একা বসে
আমি ভাবি শুধু তোমার কথা।
ছায়াহীন রাত্রের আলোতে
আমি দেখি শুধু তোমার ছায়া

নিভিয়ে দাও না এই মোমবাতি
হয়ে যাও রাতের জ্যোতি
রাত্রির কাছে আমি দাবি করি
তোমার স্পর্শের অনূভুতি।
নিভিয়ে দাও না এই মোমবাতি
হয়ে যাও রাতের জ্যোতি
রাত্রির কাছে আমি দাবি করি
তোমার স্পর্শের অনূভুতি।

প্রিয়তমা…প্রিয়তমা
প্রিয়তমা…প্রিয়তমা

—————-
প্রিয়তমা (Elixir)

নিভিয়ে দাও না এই মোমবাতি
হয়ে যাও রাতের জ্যোতি
রাত্রির কাছে আমি দাবি করি
তোমার স্পর্শের অনূভুতি।<

Super User