নিতি নিতি এসে যায়,                রাধা সনে কথা কয়,
শুনিয়াছিলাম পরের মুখে।
মনে করি কোন দিনে,                দেখা হবে তার সনে,
ভাল হইল দেখিলাঙ তোকে।।
চেট্টে নেট্টে যায় চলে,                তারে তুমি ধর চুলে,
এমত তোমার কোন্‌ রীত।
যার তুমি ধর চুলে,                সেই এসে মোরে বলে,
নহিলে নহিতাম পরতীত।।
সুজন কখন নও,                পরনারী নিতে চাও,
এমতি তোমার অভিলাষ।
আমি ত শুনিলাম ভালে,                যদি শুনে তার জনে,
শুনিলে হইবে অপভাষ।।।
নিশ্বাস প্রশ্বাস কর,                কাছাড় খাইঞা পড়,
বুঝিলাম তোমার মনের কথা।
নহে কেনে ঘাটে মাঠে,                তোমার অপযশ রটে,
শুনিবার পাই সব কথা।।
আমার কথাটী শুন,                না করিহ ইহা পুনঃ,
না মজে নন্দের কুল গারি।
চণ্ডীদাসেতে কয়,                একথা কি মনে লয়,
নাগরীর পরি হইল বৈরী।।

————–

পৌঢ়ার উক্তি ।। গান্ধার ।।

চেট্টে নেট্টে – তরুণী বধূগণ। অদ্যাপি চেটো বৌ বলিয়া থাকে। নহিলে নহিতাম পরতীত – নতুবা বিশ্বাস করিতাম না। ভালে – ভাগ্যে। অপলাষ – অপমান। গারি – গৌরব। বৈরী – শত্রু।<

Super User