প্রসাদী – একতালা

নিত্যই তোয় বুঝবে কেটা।
বুঝে বুঝলি নাকো মনরে ঠেঁটা॥
কোথা রবে ঘরবাড়ী তোর, কোথা রবে দালান-কোঠা।
যখন আসবে শমন, বাঁধবে কষে মন, কোথা রবে বাপ খুড়া জেঠা॥
মরণসময় দিবে তোমায়, ভাঙ্গা কলসি ছেঁড়া চ্যাটা।
ওরে সেখানেতে তোর নামেতে, আছে যে রে জাবদা আঁটা॥
যত ধন জন সব অকারণ, সঙ্গেতে না যাবে কেটা।
রামপ্রসাদ বলে দুর্গা ব’লে ছাড়রে সংসারের লেঠা॥<

Super User