ভাব সম্মিলন ।। সুহই ।।

বঁধু কি আর বলিব আমি।
জনমে জনমে,                 জীবনে মরণে,
প্রাণ বন্ধু হইও তুমি।।
অনেক পূণ্যফলে,               গৌরী আরাধিয়ে,
পেয়েছি কামনা করি।।
না জানি কি ক্ষণে,               দেখা তব সনে,
তেঞি সে পরাণে মরি।।
বড় শুভ ক্ষণে,               তোমা হেন ধনে,
বিধি মিলাওল আনি।
পরাণ হইতে,               শত শত গুণে,
অধিক করিয়া মানি।।
গুরু গরবেতে,               তাহা বলে কত,
সে সব গরল বাসি।
তোমার কারণে,               গোকুল নগরে,
দুকুল হইল হাসি।।
চণ্ডীদাস বলে,               শুনহ নাগর,
রাধার মিনতি রাখ।
পিরিতি রসের,               চূড়ামণি হয়ে,
সদাই অন্তরে থাক।।<

Super User