বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে
মুক্তি মেলে না সহজে
জড়ালে হৃদয় কোনো ঋণে

এই জগতে এমনও লোক থাকে
স্বপ্ন দেখতে নেই যাদের
দুঃখের মূল্যতে গেয়ে
কঠিন সত্যি নেই কিনে

বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এতদিনে
মুক্তি মেলে না সহজে
জড়ালে হৃদয় কোনো ঋণে

আমি সেই সে দলের একজনা
বুকে যার শুধু বঞ্চনা
যে বর্ষার মেঘ পেরিয়ে
আসে না আলোরা আশ্বিনে

————————-
জগজিৎ সিং

<

Super User