বেহাগ যাদি না হয় রাজী বসন্ত যদি না আসে
এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে

তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই
কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে

চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই
সপ্ন দেখার নাই সিমানা দেখে যাবো তাই
ভালোবাসাই শিখেছে মন তাইতো শুধুই ভালে বাসে

————————-
মান্না দে<

Super User