কেমন আছি আমি
জানতে চেও না
ভালো থেকো তুমি
এই কামনা
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কার আকাশে
জ্বলছো তারা হয়ে
কার আদরে
লুকিয়েছো কোন বুকে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

কোন আবীরে
রাঙালে নিজেকে
ধূসরতা আজ
আমার দু’চোখে
যদি মনে পড়ে
এই গান শুনে
তুমি কেঁদো না

——————–
আজম খান<

Super User