ওরে, আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই ।।
সুবল বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।

গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।
সুবল গিয়াছিলাম মন সাধিতে
চাইলাম রাইয়ের চরণবিন্দে
নয়ন তুলে চাইলনাগো রাই।

আমার ছিলো আশা দিলো দাগা রে সুবল।।
আমার এই পিরিতের কার্য নয়
কেমন আছে কমলিনী রাই।

রমনেরও মনটি পাষাণ
শোনরে সুবল প্রাণের সখা
চলরে আমরা ব্রজপুরে যায়
রাধা রমনের মন পিপাসা
শোনরে সুবল প্রাণের সখা চলরে আমরা ব্রজপুরে যায়।
আমার প্রাণ থাকিতে রাই আয়না দেখারে সুবল।।
আমি জন্মের মত দেইখ্যা যায়
কেমন আছে কমলিনী রাই।
সুবল, বলো বলো বলো চাই
কেমন আছে কমলিনী রাই।
আমি যার কারণে বৃন্দাবনে রে সুবল
আমি কান্দিয়া সদায় বেড়ায়
কেমন আছে কমলিনী রাই।

——————
রাধারমণ দত্ত<

Super User