মাঝে মাঝে এ বুক ভেঙে যায়
অভিমানে তুমি কত অসহায়
কত কি ভেবে ছিলাম এই জীবন নিয়ে
কত স্বপ্ন দেখেছি ভালবাসা নিয়ে।
শুধু শুধু জীবনের অনেকটা সময়
শুধু শুধু করেছি নষ্ট আমি ।। ২

মানুষ হয়েও আমি চিনতে পারিনি মানুষ
ভালবাসি বলে মিথ্যে আমায় রেখেছে বেহুস
আমি অবেলায় কখনো চাঁদকে খুঁজিনি
আমি অচেনায় কখনো প্রশ্ন রাখিনি ।

এই জীবন ছেড়ে চলে যাবো দুরে কোথাও
এখন জীবন যা থাকবে ঠিক তখনো
এই জীবন আমাকে শান্তি দিলোনা
বিশ্বাসে এই মন সুখতো পেলনা ।

শুধু শুধু জীবনের অনেকটা সময়
শুধু শুধু করেছি নষ্ট আমি ।।

————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ আইয়ুব বাচ্চু
এ্যালবাম: সময়(১৯৯৯)<

Super User