মাঝে নদী বহে রে —-
.         ওপারে তুমি শ্যাম
.                  এপারে আমি |

মাঝে নদী বহে রে —-
.         ওপারে তুমি রাধে
.                  এপারে আমি |

ওপারে তোমার বাঁশিটি বাজে
এপারে আমি মরি যে লাজে,
ওপারে তোমার নূপুর বাজে—
এপারে আমার নাই মন কাজে—
.         মাঝে নদী নীরবে কাঁদে
.         কুল কেমনে ভাঙিরে —–
ওপারে তুমি শ্যাম
.                   এপারে আমি
ওপারে তুমি রাধে এপারে আমি
.                   মাঝে নদী বহেরে |

——————-
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  অতিথি

<

Super User