বলবো না গো আর কোনোদিন,
ভালবাসো তুমি মোরে

বলেছিলে গো ভালবাসি গো,
আজ কেন গো এমনও হল।।
এমনও হল এমনও হল।

ভালবাসাতে যদি হয় অপরাধ,
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।।
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ।

ভালবাসাতে যে পেয়েছি আঘাত,
সেই অনল গদে জ্বলে বারমাস।।
বাউলের অন্তরে বাউলের অন্তরে।

————–
সুকুমার সরকার

Super User