ফোটে ফুল আসে যৌবন

সুরভি বিলায় দোঁহে

বসন্তে জাগে ফুলবন

অকারণে যায় বহে॥

কোনো এককাল মিলনে,

বিশ্বেরে অনুশীলনে

কাটে জানি জানি অনুক্ষণ

অতি অপরূপ মোহে॥

ফুল ঝরে আর যৌবন চলে যায়,

বার বার তারা ‘ভালবাসো’ বলে যায়

তারপর কাটে বিরহে,

শূন্য শাখায় কী রহে

সে কথা শুধায় কোন মন?

‘তুমি বৃথা’ যায় কহে॥

Sukanta Bhattacharya ।। সুকান্ত ভট্টাচার্য