ভাই আমাকে বকুক ঝকুক
        দিক গে যতই খোঁটা---
যমের দুয়োরে কাঁটা দিচ্ছি,
        ভাইয়ের কপালে ফোঁটা |

ভাইয়ের সঙ্গে আড়ি আমার,
        ভাইয়ের সঙ্গে ভাব---
সেলাই করি তারই মাপে
        রাজার কিংখাব |

কাঠ কুড়োচ্ছি বনে,
ভাই রয়েছে রণে---
নিজের হাতে বেঁধে দিয়েছি
        তরোয়ালের খাপ |

ভাইয়ের হাতে সেই সে অসি
                ঝলমল করে !
অন্ধকারের সিংহাসন যে
                টলমল করে !

দিনের স্মৃতি বুকে রেখেছি,
        স্বপ্ন চোখের কোলে---
কখন যে ভাই ঘরে ফিরবে
        ঘুমে পড়ছি ঢলে |

ফুল তুলেছি বনে,.        
দেখে রেখেছি কনে---
হাত পুড়িয়ে রেঁধে রেখেছি
        ভাইকে দেব বলে |

শেকলগুলো ভাঙছে কোথায়
        ঝন্  ঝন্  করে !
নিশান ওড়ে, রথের চাকা
        বন্  বন্  ঘোরে !

ভাই এনেছে লক্ষ্মীর ঝাঁপি,
        খুলে ফেলেছে ডালা
দেখো ও ভাই, তোমার জন্যে
        গেঁথে রেখেছি মালা |

ভাই আমাকে নাই বা দেখুক,
        মারুক লাফি ঝাঁটা—
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
        যমের দুয়ারে কাঁটা ||

Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়