ভজন
( রাগ ভয়বোঁ, তাল ছেপ্ কা )


হে ভবভামিনি !                   ভীম বিলোচনি !
              ভৈরব নাদিনি !   শৈলসুতে !
শঙ্খিনি ! চক্রিণি !                 বজ্রিনি ! শূলিনি !
              বাণ কৃপাণক তূণযুতে !
হে শিবমোহিনি !                  শম্ভু-নিসূদিনি !
               দৈত্য-বিদারিণি  !    দুঃখ-হরে !
হে গিরিনন্দিনি !                   শত্রু-বিমর্দ্দিনি !
               দীন-দয়াময়ি ! দম্ভ-করে |
হে সুরবন্দিনি !                    কর্ম্ম নিবন্ধিনি !
              পাপ-বিনিন্দিনি !  বিঘ্ন-হরে !
হে রণ-রঙ্গিনি !                     যুদ্ধ-তরঙ্গিণি !
             অঙ্গ-বিভঙ্গিণি !  রঙ্গ-ভরে !
হে বহু-ভাষিণি !                    দৈত্য-বিনাশিনি !
                  যুদ্ধ-বিলাসিনি ! পাহি শিবে !
হে মৃদুহাসিনি !                     ঘোর-নিনাদিনি !
             তারয় তারিণি !  মাংহি ভবে ||



             
প্রাথর্না
            
   
পয়ার
জয় ! জয়দুর্গা জয় ! জন্মজরা হরা |
কঠোর জঠর জ্বালা,  হর হরদারা ||
শিবানী সর্ব্বণী বাণী, ভবানী ভাবিনী  |
ভৈরবী রৌরবী ভীমা, ভৈরব ভামিনী  ||
কৈরব নয়নী কালী,  কৌরব দমিনী |
কপর্দ্দিনী মহীষ-মর্দ্দিনী  কাত্যায়নী ||
খলদল বল হরা,  পরাত্পরা তারা |
নিরাকারা নির্ব্বিকারা,  সাকারা সাকারা ||
ভবদারা ভবহরা, ভবের জননী |
ভব জানে কি বিভব, ও পদ দুখানি ||
যে পদে আরাধে সাধে,  স্বয়ং শঙ্কর |
তাহার মহিমা সীমা, কি জানে কিঙ্কর ?
অন্নপূর্ণা, অপর্ণা, সুবর্ণাবর্ণা তুমি |
নিত্য ভৃত্য তব তত্ত্ব,   কি জানিব আমি ?
নিরাধার ! নিরাহার ! নীরাহার ক’রে |
বিধি বিষ্ণু সদাশিব,  নাহি পান যাঁরে ||
বিশ্বের জননী তুমি, বিশ্বেশভামিনী  |
অন্য কি কহিব তুমি,  শরের জননী ||
অখন্ড ব্রহ্মান্ড যাঁর, উদর ভিতরে |
ক্ষুদ্র জীব তাঁর তত্ত্ব,  কি জানিতে পারে ?
নিমিষে কর গো সৃষ্টি,  প্রলয় সংহার |
বলিতে তোমার তত্ত্ব, সাধ্য আছে কার ?
বেদে বলে শুদ্ধ সত্ব প্রকৃতি তোমার |
মহামায়া মায়াময়ী,  কেহ বলে তার ||
যে হও সে হও তাতে, না করি বিবাদ !
আদার ব্যাপারি কেন, জাহাজ-সংবাদ ?
এই মাত্র জানি তারা,  তুমি গো জননী |
আমি গো সন্তান তব, ত্রিলোক তারিণি !
নষ্ট দুষ্ট শিষ্ট কিম্বা,  যদি পাপী হই |
তোমা বিনে ত্রিভুবনে, অন্য কার নই ||
কুসন্তান ব’লে পিতা, যদি করে রাগ |
কোথায় জননী, মাগো ! করে তারে ত্যাগ ?
ঠাকুরাণি ঠেলনা গো  ! আর ঠাঁই নাই |
মদন কহিছে মাগো !  শিবের দোহাই ||

Madan Mohan Tarkalankar ।। মদনমোহন তর্কালঙ্কার