জয় নিখিল সৃজন লয়কারী নিরাময়।
জয় এক, জয় অনেক অসীম মহিমাময়।।
জয় সূক্ষ্ম, স্থূল,
জয় অন্ত মূল
জয় ন্যায় নিয়মীকৃত-কলুষ কৃপাময়।।
জয় হে ভয়ঙ্কর
জয় পরম সুন্দর
জয় ভক্ত হৃদয় পরিপ্লাবি সুষমাময়।
জয় হৃদয় রঞ্জন
জয় বিপদ ভঞ্জন
জয় পাপ হরণ চিরশরণ করুনাময়।।
জয় নিখিল সৃজন লয়কারী নিরাময়
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 664