পাগল বাবরালির চোখের মতো আকাশ |
তার নীচে পাঁচ ইস্টিশান পেরনো মিছিলে
বারবার পিছিয়ে প’ড়ে
.        বাবরালির মেয়ে সালেমন
.             খুঁজছে তার মাকে |

এ কলকাতা শহরে
অলিগলি গোলকধাঁধায়
কোথায় লুকিয়ে তুমি,
.        সালেমনের মা ?

বাবরালির চোখের মতো এলেমেলো
.        এ আকাশের নীচে কোথায়
.             বেঁধেছ ঘর তুমি, কোথায়
.                সালেমনের মা ?

মিছিলের গলায় গলা মিলিয়ে
.        পিচুটি-পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে
.            তোমাকে ডাকছে শোনো,
.                 সালেমনের মা ---

এক আকালের মেয়ে তোমার
আরেক আকালের মুখে দাঁড়িয়ে
তোমাকেই সে খুঁজছে ||

Super User