সার্সীতে জল-সারেঙ বাজে,
       পথ আজি নির্জ্জন :
বাদলা-পোকার ফুর্ত্তি নিয়ে
       জাপানি লন্ঠন !

কদম্বে আজ শিথিল রেণু
       সুবাসে ভুর-ভুর,
বর্ষাশেষের বাদল বাজায়
       আজ বেহায়া সুর !

ঘরের কোণে ঝাপ্ সা আলোয়
       জমকালো মজলিস
চেঁচিয়ে কথা কইতে বাধে
       ---আট-ফোটা ফিস্ ফিস্ |

ঘাঘ্ রী বিনা কাজরী নাহি
       নেইক কাজল কালো,
দুটি প্রাণীর মজ্ লিসই আজ
       সবার চেয়ে ভালো |

বীণার তারে মর্ চে-ধরা
       কাজ কি পাড়াপাড়ি ;
আজকে নীরব ঠোঁটের সাথে
       ঠোঁটের কাড়াকাড়ি !

মেঘলা-মোহ ধরে যে আজ
       কপোত-কূজনে,
বর্ষাশেষের বেহায়া রেশ
       শুন্ ছি দুজনে !

চিকুর চেয়ে চম্ কে দেবে
       করো না চিক্ ফাঁক,
আজ দেওয়ানা দেয়ার শোন
       দিল-দরদী ডাক !

দরিয়াতে আজ কই দাদুরি—
       হয়রান সব চুপ ;
মেঘলা দিন আজ দাঁড় ফেলে যায়
       আঁধারে ঝুপ ঝুপ !

বাদলা-পোকার পাত্লা পাখা
       পড়ছে খসে খসে,
সার্সিতে জল সারেঙ বাজে
       শুন্ ছি বসে বসে |--

হাল্ কা বেণীর বন্ধনী আজ
       আল্ গা করেই রাখ,
শুধু শীতল অধর দিয়ে
       নীরব চুমা আঁকা |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র