যেন না ফাটে হাটের মধ্যে হঠাৎ
দেখার জন্যে যথাস্থানে দেওয়া হয়েছে বরাত
তবুও ভয় কখন কী হয়ে ছেড়ে যেন যায়
নাড়ি
মালুম
হয়না যখন কোন্ খানে ঠিক ফারাক
সৎ-অসতের কোথায় থাকছে ফাঁক
ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে হ্যাঁকাচম্ কা
হালুম ||
হাঁড়ি - সুভাষ মুখোপাধ্যায়
- Details
- Subhash Mukhopadhyay ।। সুভাষ মুখোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 815