হাট্টিমা টিম্ টিম্
তারা সভায় পাড়ে জিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম্ টিম্।
ভোর না হ’তেই কাকের ডিম
বলছে বকের ডিমকে---
ভোট দিও না হাট্টিমাকে
ভোট দাও টিমটিমকে।
ভোট দিও না হাতিকে
ভোট দিও তার নাতিকে
ভোট দিও না গাধাকে
ভোট দিও তার দাদাকে।
হাট্টিমা টিম্ টিম্ - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Super User
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 531