কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
বাজিবে মলিন মরম তলে।
পাতকী পুলকে শিহরি হেরিবে;
মুগ্ধ মানসে, নেত্র জলে।
সঞ্চিত কত শত দুষকৃতি-বেদনা
সহিবে নীরবে তোমারি দান;
সকল হরষ, আশা,
সকল ভাবনা, ভাষা,
সফল হইবে, হরি, করুণা বলে।
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 472