কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারি রসাল নন্দনে;
কবেতাপিত এ চিতকরিব শীতল
তোমারি করুণা চন্দনে।।
কবে তোমাতে হয়ে যাব আমার আমিহারা
তোমারি নাম নিতে নয়নে বহে ধারা,
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
বিপুল পুলক-স্পন্দনে।।
কবে ভবের সুখ সুখ চরণে দলিয়া
যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া,
চরণ টলিবে না, হৃদয় গলিবে না।
কাহারো আকুল ক্রন্দনে।।
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1635