সখিরে মরমে পরশে তারি গান।
অধীর আকুল করে প্রাণ।।
জোছনা উছলি, ওঠে, মলয়া মুরছি পড়ে
কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে থরে থরে
বিশ্ব বিমোহন তান।।
আঁখিজলে হাসিমাখা কি করুণ বেদনা
হোসে কেঁদে নেচে বলে আর কেঁদো না-
হৃদয় দিয়েছি প্রতিদান।।
সখিরে মরমে পরশে তারি গান
- Details
- Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1118