সখা, তোমারে পাইলে, আর,
বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না;
সে যে অমৃত সাগরে ডুবে যায়,
সংসারে দুখতারে দহে না দহে না।
সে যে মণি কাঞ্চন দলে পায়,
রাজ মুকুট চরণে দলে যায়,
কি বস্তু হিয়া মাঝে পায়,
আমাদের সনে কথা কহে না কহে না।
সখা, তোমাতে কি সুধা, কি আনন্দ!
কত সৌরভ! কত মকরন্দ!
সকল বাসনা চিরতৃপ্ত
এ জনমে আর কিছু চাহে না চাহে না।

Rajanikanta Sen ।। রজনীকান্ত সেন