এ ধরণী কত সুন্দরী !  কত সুন্দরী !
           মানুষ সেও কী সুন্দর ! সে কী সুন্দর !
রূপসুধা পিই প্রাণ ভরি দু’-নয়ান ভরি’
           আনন্দরসে উতলায় মম অন্তর |
দেশে দেশে সেই শ্যামল কোমল ঘাসগুলি
লতাদের কোলে ফুলেদের কচি হাসগুলি
পাখি উড়ে যায় তরুদের বাহুপাশ খুলি’
           ছায়ায় শিহরে তটিনীর তটপ্রান্তর |
সেই যে ধরণী সুন্দরী সেই সুন্দরী
           পর দেশে এত সুন্দর ! এত সুন্দর !

মানুষ  সেও কী সুন্দর ! সে কী সুন্দর !
           ভালোবাসা তার ভালো, আহা, কত ভালো !
মমতার রঙে রাঙা যে তাহার অন্তর
           বাহির তাহার যত হোক শাদা কালো !
দেশে দেশে নারী তেমনি দোলায় চিত্ত
শিশুর মেলায় অকারণে পায় নৃত্য
জীবন ছাপায়ে মাধুরী ঝরিছে নিত্য
           প্রেমের দেয়ালি মর্ত্য করেছে আলো |
মানুষ সে যে কী সুন্দর ! সে কী সুন্দর !
           ভালোবাসা তার ভালো, আহা, কত ভালো !
এ জীবন কী যে নন্দিত ! কী যে নন্দিত !
           বেঁচে আছি বলে ধন্য রে আমি ধন্য !
মানুষ আমারে ভালোবেসে দেয় কী অমৃত
           ধরণী আমারে ভালোবেসে দেয় অন্ন |
দেশে দেশে মোর তেমনি মধুর বন্ধন
আরেকের তরে একেরে ছাড়িতে ক্রন্দন
যেথা যাই সেথা পাই প্রীতি অভিনন্দন
           মরণেও কিছু এ ছাড়া হবে না অন্য |
এ জীবন কত নন্দিত !  কত নন্দিত !
.           জন্মেছি বলে ধন্য রে আমি ধন্য |

Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়