ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে।
হৃদয়মাঝে হৃদয়নাথ   আছে নিত্য সাথ সাথ--
          কোথা ফিরিছ দিবারাত,   হেরো তাঁহারে অভয়ে ॥
হেথা চির-আনন্দধাম,   হেথা বাজিছে অভয় নাম,
          হেথা পুরিবে সকল কাম   নিভৃত অমৃত-আলয়ে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর