ভুবনজোড়া আসনখানি আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥ রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি, তোমার আকাশ-ভরা সকল বাণী-- আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥ ভুবনবীণার সকল সুরে আমার হৃদয় পরান দাও-না পূরে। দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ-- তোমার করুণ শুভ উদার পাণি আমার হৃদয়-মাঝে দিক্-না আনি ॥<
ভুবনজোড়া আসনখানি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 181