পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই– সবারে আমি প্রণাম করে যাই॥ ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি– সবার আজি প্রসাদবাণী চাই॥ অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি– পড়েছে ডাক, চলেছি আমি তাই॥<
পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 396