পেয়েছি অভয়পদ, আর ভয় কারে-- আনন্দে চলেছি ভবপারাবারপারে ॥ মধুর শীতল ছায় শোক তাপ দূরে যায়, করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে। জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে ॥<
পেয়েছি অভয়পদ, আর ভয় কারে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 195