তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে, আমার মনের বনের ফুলের রাঙা রাগে। যেন আমার গানের তানে তোমায় ভূষণ পরাই কানে, যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে॥<
তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 159