তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা, কখন বাদল আনে আষাঢ়ের পালা, হায় হায় হায়। কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল, সহসা ঝরনা নামিল অশ্রুঢালা, হায় হায় হায়। মৃগয়া করিতে বাহির হল যে বনে মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা, হায় হায় হায়। যে ছিল আপন শক্তির অভিমানে কার পায়ে আনে হার মানিবার ডালা, হায় হায় হায়॥<
তোমার বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 152