ও কী কথা বল সখী,   ছি ছি,   ও কথা মনে এনো না।।
          আজি সুখের দিনে জগত হাসিছে,
            হেরো লো দশ দিশি   হরষে ভাসিছে—
              আজি ও ম্লান মুখ   প্রাণে যে সহে না।
                সুখের দিনে, সখী,   কেন ও ভাবনা ।।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর