ওর ভাব দেখে যে পায় হাসি, হায় হায় রে। মরণ-আয়োজনের মাঝে বসে আছেন কিসের কাজে কোন্ প্রবীণ প্রাচীন প্রবাসী। হায় হায় রে। এবার দেশে যাবার দিনে আপনাকে ও নিক-না চিনে, সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী। হায় হায় রে। এবার ওকে মজিয়ে দে রে হিসাব-ভুলের বিষম ফেরে। কেড়ে নে ওর থলি-থালি, আয় রে নিয়ে ফুলের ডালি, গোপন প্রাণের পাগ্লাকে ওর বাইরে দে আজ প্রকাশি। হায় হায় রে॥<
ওর ভাব দেখে যে পায় হাসি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 194