Bande Ali Mia ।। বন্দে আলী মিঞা

Miscellaneous Information

বন্দে আলী মিয়া (১৭ জানুয়ারী, ১৯০৬ - ২৭ জুন, ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তিনি পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর কবিতায় বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। ১৯৭৯ সালের ২৭ জুন রাজশাহীতে তার মৃত্যু হয়। বন্দে আলী মিয়ার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে: * কাব্য: ময়নামতীর চর, অনুরাগ, পদ্মানদীর চর, মধুমতীর চর, ধরিত্রী * উপন্যাস: বসন্ত জাগ্রত দ্বারে, শেষ লগ্ন, অরণ্য গোধূলি, নীড়ভ্রষ্ট * গল্পগ্রন্থ: তাসের ঘর * নাটক: মসনদ * শিশুসাহিত্য: চোর জামাই, মেঘকুমারী, বাঘের ঘরে ঘোগের বাসা, সোনার হরিণ, শিয়াল পন্ডিতের পাঠশালা, কুঁচবরণ কন্যা, সাত রাজ্যের গল্প বন্দে আলী মিয়া বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অঙ্গনে এক অনন্য স্থান দখল করে আছে।

Articles