একবার দুই ভাই বনের প্রান্তে বসবাস করতো। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি খুব নীচ মনোভাব জ্ঞাপন করতো এবং সমস্ত খাবার খেয়ে ফেলতো ও তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত। একদিন, বড় ভাই বাজারে বিক্রি করার জন্যে কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিলো। সে বৃক্ষের পরে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটি যাদুকর গাছের সামনে এলো। গাছটি তাকে বলল, 'ওহে মহাশয়, দয়া করে আমার শাখা কাটবেন না। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে আমার সোনার আপেল দেবো। বড় ভাই রাজি হলো কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো। সে লোভে কাবু হয়ে গেলো, এবং গাছকে হুমকি দিলো যে আরো আপেল না দিলে সে গোড়া থেকে গাছটি কেটে ফেলবে। তার পরিবর্তে গাছটি বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র সূঁচ বর্ষণ করলো। যখন সূর্য দিগন্তের নিচে নেমে গেলো, বড় ভাই বেদনায় মাটির উপর শুয়ে পড়লো।

 


ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে গেলো। সে তাকে চামড়ার উপর শত শত সূঁচ ফোটা অবস্থায় দেখতে পেলো। সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণা সহ্য করেও ভালোবাসার সাথে প্রতিটি সূঁচ তুলে ফেললো। শেষ হওয়ার পর, বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্যে ক্ষমা চাইলো এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করলো। গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখলো এবং তাদের যতো সোনার আপেলের প্রয়োজন ছিলো সব দিলো।

Super User