দুটি ভাল বন্ধু ছিল – একটি পিঁপড়ে এবং একটি ফড়িং। ফড়িং সারাদিন আরামে কাটাতে এবং তার গিটার বাজাতে পছন্দ করত। পিঁপড়েটিকিন্তুসমস্ত দিন কঠোর পরিশ্রম করত। সে বাগানের সব কোণ থেকে খাবার সংগ্রহ করতযেখানে ফড়িংটি আরাম করত বা তার গিটার বাজাত বা ঘুমাত। ফড়িংটি প্রতিদিনই পিঁপড়েকে একটি বিরতি নিতে বলতকিন্তু পিঁপড়ে শুনত না এবং তার কাজ চালিয়ে যেত। শীঘ্রইশীত এল। দিন ও রাত ঠান্ডা হয়ে গেল এবং খুব কম প্রাণী বাইরে বেরোত। ফড়িং কোনো খাবার পেত না এবং সব সময় ক্ষুধার্ত থাকত। কিন্তুপিঁপড়েটির কাছে সারা শীত নিরুদ্বেগে কাটানোর মতো যথেষ্ট পরিমাণে খাবার সঞ্চিত ছিল।

গল্পের নীতিকথা

উপদেশঃ বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।

Super User