শরতের সোনা ঊষা ঘুম ভেঙে চায়,
জগত্ ভিজিয়া আছে শিশিরের জলে |
সুন্দর সবুজ মাঠ কিবা শোভা পায়,
সাদা পুঁতি গাঁথ যেন শ্যামল আঁচলে |
ঝোপে ঝাপে পাতা আছে মাকড়ের জাল,
তাহাতেও হিমকণা পড়িয়াছে কত |
মনে লয়ে তারা বুঝি বিহান সকাল
জাল ফেলে তুলিয়াছে মোতি শতশত |
বাগানে চাহিয়া দেখ ফুলে ফুলে ফুলে
এর চেয়ে শোভা পায় নিশির নীহার,
রজনী চলিয়া গেছে তাই শোকাকুলে,---
আঁখিনীরে ভাসে মূখ ফুল-বালিকার |
সত্যই স্নেহের অশ্রু এত মনোহর,
চুম্বনে শুষিছে উষা করিয়া আদর ||
                                

Gobinda Chandra Das ।। গোবিন্দচন্দ্র দাস