গৌড়সারং – যৎ

নিশীথ নিশীথ জাগি গোঁয়ানু রাতি।
জ্বলিয়া জ্বলিয়া নেভে শিয়রের বাতি॥
সারা দিন গাঁথি মালা তুলিয়া কুসুম,
পথ চাহি চাহি করে চোখে আসে ঘুম,
রহে পড়ি নব শেজ, কুসুমের পাঁতি॥
আমার কাননে আসি আলি যায় ফিরে,
গাহি গান ফেরে সাঁঝে পাখি সব নীড়ে॥
একেলা রহি গো শুধু আমি বিনা সাথি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম