ধবলশ্রী – মধ্যমান

নাইয়া, করো পার!
কূল নাহি, নদীজল সাঁতার॥
দু-কূল ছাপিয়া জোয়ার আসে,
নামিছে আঁধার, মরি তরাসে
দাও দাও কূল কুলবধূ ভাসে
নীর পাথার।
নাইয়া, করো পার॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম